সাইবার ক্যাফে: হতে পারে আয় রোজগারের উত্স
বর্তমান সময়ে সাইবার ক্যাফ একটি লাভজনক আয়ের উত্স হিসেবে পরিচিতি লাভ করেছে৷ বিশেষ করে তরম্নণদের মধ্যেই এই ব্যবসার প্রতি বেশি ঝোঁক লৰ্য করা যাচ্ছে কিন্তু অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও সাইবার ক্যাফের কারিগরি দিক সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এই ব্যবসা শুরম্ন করার সাহস পাচ্ছেন না৷ আবার অনেকেই এই ব্যবসা করছেন ঠিকই কিন্তু পর্যাপ্ত জ্ঞানের অভাবে তা থেকে উপযুক্ত উপার্জন করতে পারছেন না৷ তাদের কথা চিনত্মা করে তরম্নণ কণ্ঠের এবারের আয়োজন সাইবার ক্যাফ সেটআপ ও ব্যবস্থাপনা৷
সাইবার ক্যাফের জন্য প্রয়োজন: একটি নতুন সাইবার ক্যাফে শুরম্ন করতে গেলে এর অনেক জিনিসপত্র সম্পর্কে পূর্ব থেকেই ধারণা নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধানত্ম নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ৷ সাইবার ক্যাফের জন্য যা যা প্রয়োজন৷ তা হলো-
জায়গা কিংবা স্থান নির্বাচন
ডেকোরেশন
কম্পিউটার
ইন্টারনেট সংযোগ
প্রচার
স্থান নির্বাচন: এমন স্থান বেছে নিন যেখানে শিৰিত শ্রেণীর মানুষদের আনাগোনা রয়েছে৷ এটা হতে পারে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের আশপাশে৷ আবার বর্তমানে বিভিন্ন মহলস্নাতেও সাইবার ক্যাফের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে৷ সেখানেও হতে পারে সাইবার ক্যাফে৷
ডেকোরেশন: সাইবার ক্যাফের অন্যতম উলেস্নখযোগ্য দিক হচ্ছে ডেকোরেশন৷ পরিষ্কার-পরিচ্ছন্ন ও আকর্ষণীয় ডেকোরেশনের প্রতি সকলের আকর্ষণ থাকে বেশি৷ তাই কৰের পেইন্টিং, কম্পিউটার ডেস্ক প্রভৃতিতে একটু ভিন্নতা আনার চেষ্টা করম্নন৷ এমনকি মনিটর, মাউস, কি-বোর্ড অর্থাত্ সম্মুখে যে জিনিসগুলো থাকবে সেগুলো একই ঢঙ কিংবা একই রঙ এর রাখুন৷ কম্পিউটার যদি পুরাতন থাকে তবে তার মাউস, কি-বোর্ডগুলো অনত্মত নতুন রাখার চেষ্টা করম্নন৷
কম্পিউটার: সাইবার ক্যাফের মূল উপাদানই হচ্ছে কম্পিউটার৷ তবে এটাও নির্ভর করছে আপনার চাহিদা এবং বাজেটের ওপর৷ কয়টি কম্পিউটার নিয়ে সাইবার ক্যাফে শুরম্ন করতে চান তার ওপর৷ তবে এৰেত্রে নির্ভর করছে এলাকা, পরিবেশ এবং সাইবার ক্যাফের প্রচারের ওপর৷ তবে শুরম্নতে স্বল্প পরিসরে কমপৰে পাঁচটি কম্পিউটার ও একটি ইন্টারনেট সংযোগ নিয়ে শুরম্ন করতে পারেন একটি সাইবার ক্যাফ৷ কম্পিউটারগুলো কেমন ৰমতাসম্পন্ন হবে সেটাও বিবেচনার বিষয়৷ মূলত সাইবার ক্যাফগুলোতে প্রধান কাজই হলো ইন্টারনেট ব্রাউজিং করা৷ তাই এজন্য যে খুব বেশি শক্তিশালী কম্পিউটারই হতে হবে এমন ধরনের কোনো বাধ্যবাধকতা নেই৷ তবে পেন্টিয়াম-৪ হলে ভালো হয়৷
এছাড়াও কম্পিউটারের আরো দরকারি হলো একটি সার্ভার কম্পিউটার৷ কারণ এই সার্ভারের মাধ্যমেই নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট নেটওয়ার্কসহ যাবতীয় কিছু৷ সার্ভারটি অবশ্যই পেন্টিয়াম-৪ হতে হবে৷ এবং র্যামটা একটু বেশি দরকার, ১ গিগাবাইট হলে ভালো হয়৷
ইন্টারনেট সংযোগ: সাইবার ক্যাফের আরো একটি অপরিহার্য অংশ হলো ইন্টারনেট৷ এই ইন্টারনেটের ৰমতার ওপর ব্যবহারকারীদের চাহিদা এবং তাদের সন্তুষ্টি অনেকটা নির্ভরশীল৷ কারণ ইন্টারনেট ধীর গতির হলে স্বাভাবিকভাবেই এখানে আগতরা আগ্রহ হারাবে৷ তাই ইন্টারনেট যেন উচ্চগতির এবং কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের হয়৷
ব্যবহার করম্নন একাধিক অপারেটিং সিস্টেম: প্রত্যেকটি কম্পিউটারে সম্ভব হলে একাধিক অপারেটিং সিস্টেম রাখার চেষ্টা করম্নন৷ কারণ কোনো কারণে দেখা গেল সিস্টেমে সমস্যা, সেৰেত্রে একাধিক অপারেটিং সিস্টেম থাকলে সাথে সাথে অন্যটি চালিয়ে দিন৷
ব্রাউজার: ওয়েব সাইটে ভ্রমণ করার জন্য সবচেয়ে প্রধান প্রোগ্রাম হিসেবে ব্রাউজারকেই দায়ী করা হয়৷ তাই ব্রাউজারটিও হওয়া চাই উপযুক্ত৷ যদিও এই ব্রাউজার নির্ভর করে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের ওপর৷ বর্তমানে একাধিক ব্রাউজার রয়েছে৷ এদের মধ্যে ইন্টারনেট এক্সপেস্নারার এবং অপেরা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং বেশি জনপ্রিয়৷
নিরাপত্তা ও চুরি রোধ: অনেক সময় দেখা যায় সাইবার ক্যাফেতে আগত ব্যবহারকারীদের কেউ কেউ সুযোগ পেলে কম্পিউটারের কেসিং খুলে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ হাতিয়ে নেয়৷ অনেক সময় অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে অনেকেই কম্পিউটারের বারোটা বাজিয়ে যায়৷
খরচাপাতি: প্রথম দিকে ৫ থেকে ৮টি কম্পিউটার দিয়ে ব্যবসা শুরম্ন করতে পারেন৷ কম্পিউটার, স্পেস ভাড়া ও আরো সব মিলিয়ে মোট ৩ থেকে ৪ লাখ টাকার মতো প্রয়োজন হবে৷
কিছু সতর্কতা
চুরি রোধে অনেক কেসিং পাওয়া যায় যেগুলোতে তালা লাগানোর ব্যবস্থা রয়েছে৷
অপ্রয়োজনীয় প্রোগ্রাম সেটআপ কিংবা ফাইলপত্র মুছে ফেলা রোধ করারও সহজ পন্থা রয়েছে৷ তা হলো সাধারণ ব্যবহাকারীদের জন্য এমন একটি ইউজার একাউন্ট তৈরি করে দেওয়া যার মাধ্যমে কেবল কম্পিউটারের ফাইলপত্র পড়া যাবে কিন্তু পরিবর্তন, সংযোগ কিংবা পরিবর্ধন করা যাবে না৷ কাজের জন্য স্টার্ট>কন্ট্রোল প্যানেল> থেকে ইউজার একাউন্ট অপশনে ডাবল ক্লিক করলে একাউন্ট উইজার্ড আসবে৷ এখান থেকে ইঢঢ ূণষ খ্রণর ইডডমলর্ভ নির্বাচন করে একটি ইউজার নাম দিয়ে নতুন একটি একাউন্ট তৈরি করম্নন৷
সতর্কতা: সাইবার ক্যাফেতে যারা আসবে তাদের নাম, ঠিকানাগুলোও লিখে রাখার চেষ্টা করম্নন৷ কারণ অনেকেই আছে যারা সাইবার ক্যাফের কম্পিউটার ব্যবহার করে হ্যাকিং, ই-মেইলে হুমকি দেওয়াসহ অনেক অবৈধ কাজ করে থাকে৷ কিন্তু ইন্টারনেটে থাকা প্রত্যেকটি সার্ভারেই রেকর্ড থাকে কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটার কখন প্রবেশ করেছে৷ প্রয়োজনে কে কখন কোন কম্পিউটারে কতটার সময়ে কাজ করছে তারও তালিকা রাখুন৷
আমার বাড়ী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায়, সেখানে নেট স্পীড কোম কম গ্রামীন মডেম ব্যবহার করে কি সাইবার ব্যবসা চালু করেত পারব।
LikeLike