আরিফ হোসেনঃ শ্রীনগরে সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীনগর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে পুরস্কার বিতরণ করেণ শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। বিদ্যালয়টির
প্রতিষ্ঠাতা মোঃ শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক মোঃ জয়নাল আবেদীন, শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস, অধ্যক্ষ মোঃ আঃ লতিফ মিয়া, কেন্দ্রীয় বিকল্প যুব ধারার সহ সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, সাংবাদিক মোঃ আরিফ হোসেন, ইমতিয়াজ বাবুল, মুক্তার হোসেন প্রমুখ।