এমপি মৃণাল কান্তির মায়ের শ্রাদ্ধকার্য সম্পন্ন

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের মা শ্রীমতি গীতা রানী দাসের শ্রাদ্ধকার্য সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির মাঠ প্রাঙ্গণে মা শ্রীমতি গীতা রানী দাসের আত্মার শান্তি কামনায় অতিথিভোজন অনুষ্ঠানের মাধ্যমে তিনি শ্রাদ্ধকার্য সম্পন্ন করেন।

আয়োজনটিতে অংশ নিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দুই যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মাহবুবুল উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরায়জী, রেজাউল করিম খান, ওয়াজেদ আলী খান, ডা. শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. বদিউজ্জামান ডাবলু, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল ইসলাম এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও এটিএন নিউজের প্লানিং এডিটর প্রণব সাহা অপু প্রমুখ।

প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।

সময় টিভি

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.