পদ্মার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

জেলার পদ্মা নদীর ভাঙন রোধে জরুরি ব্যবস্থা হিসেবে শনিবার সকাল থেকে আট লাখ বালুর বস্তা ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম সরকার জানান, ভাঙন প্রবণ প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় এখন জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নদী তীরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

তিনি জানান, গত বছর এপ্রিল থেকে শুরু হওয়া ৪৪৬ কোটি টাকার নয় দশমিক ১০ কিলোমিটার রক্ষাবাঁধ নির্মাণ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে। এর আগে নেয়া হচ্ছে জরুরি ব্যবস্থা। সাড়ে চার কিলোমিটার এলাকায় ভাঙনরোধে ৩২ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। পদ্মার ভঙনরোধে জরুরি ব্যবস্থা হিসেবে ২৫০ কেজির প্রায় আট লাখ বালুর বস্তা ফেলা শুরু হয়েছে। এরপরই ১২৫ কেজি ওজনের বালু ও সিমেন্ট মিশ্রণের আরো পৌনে দুই লাখ বস্তা ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

নয়া দিগন্ত

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.