আবিষ্কার : পৃথিবীর প্রথম হেলিকপ্টার

ই আর মামফোর্ডের নকশা অনুযায়ী খাড়াভাবে ওড়ার যন্ত্র বা হেলিকপ্টার তৈরি করেন স্কটল্যান্ডের উইলিয়াম ডেনি৷ হেলিকপ্টারের মূল তত্ত্বটি প্রকাশ করা হয় ১৯০৫ সালের ৬ জানুয়ারি৷ প্রথম যন্ত্রটিতে ২৫ ফুট ব্যাসের ৬টি প্রপেলারকে ২৫ অশ্বশক্তির বুচেট ইঞ্জিনের সাহায্যে চালানো হতো৷ প্রথমদিকে হেলিকপ্টার বাঁশ দিয়ে তৈরি করা হলেও পরে ধাতু দিয়েই যন্ত্রটি তৈরি করা হয় এবং ৪০ অশ্বশক্তির ইঞ্জিন লাগানো হয়৷

১৯৯২ সাল নাগাদ এটি মাটি থেকে খাড়াভাবে ১০ ফুট উঁচু পর্যনত্ম উঠতে পারতো৷ ১৯০৭ সালে ফরাসি সাইকেল ডিলার পল করনু’র নকশা অনুযায়ী তৈরি হেলিকপ্টারটিই প্রথম অবাধে উড়তে পারে৷ তবে সফলভাবে ওপরে উঠে সামনের দিকে নিয়ন্ত্রণ রেখে মোটামুটি যুক্তসঙ্গত গতিতে উড়তে সৰম হয় লুই ব্রিগুয়েট ও রেনে ডোরান্ডের নকশায় তৈরি হেলিকপ্টারটি ১৯৩৬ সালের ২৬ জুন৷ তবে ‘অনুমোদিত’ বিমান হিসেবে যে হেলিকপ্টারটি পরীৰামূলকভাবে ১৯৩৬ সালের জুন মাসে ওড়ে সেটি হল ডঃ হেকরিখ ফোকের নকশায় তৈরি ফোক-উলফ-এফ ডবলিউ ৬১ হেলিকপ্টার৷ জার্মান মহিলা বৈমানিক হানা রিত্‍সচ্ ১৯৩৮ সালে বার্লিন শহরে এই এফ ডবলিউ ৬১ হেলিকপ্টার নিয়ে আকাশে নানা কলা-কৌশল দেখিয়ে প্রথম এ ব্যাপারে জনতার দৃষ্টি আকর্ষণ করেন৷

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.