বাংলাদেশী গিয়াসউদ্দিনের উদ্ভাবন

জ্বালানিবিহীন বিদু্যত্‍ উত্‍পাদন পদ্ধতি উদ্ভাবন করিয়া তাক লাগাইয়া দিয়াছেন ৮ম শ্রেণী পাস বাংলাদেশী যুবক গিয়াসউদ্দিন কচি৷ কয়েকদিন আগে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পৃষ্ঠপোষকতায় তাহার এই উদ্ভাবনটি হাতে-কলমে প্রদর্শিত হইবার পর সাড়া পড়িয়া গিয়াছে বিশ্বব্যাপী৷ জাতিসংঘ কচিকে অভিনন্দন জানাইয়াছে৷ আশ্বাস দিয়াছে তাহার এই উদ্ভাবনকে আগাইয়া নিবার ৰেত্রে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার৷ পাশাপাশি এই প্রযুক্তিতে বিদু্যত্‍ উত্‍পাদনে আগ্রহ প্রকাশ করিয়াছে আমেরিকা, জার্মানিসহ দেশী-বিদেশী বহু খ্যাতনামা প্রতিষ্ঠান৷

জ্বালানি ছাড়া বিদু্যত্‍ উত্‍পাদন সম্ভব নহে-ইহাই হইল শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠিত ধারণা৷ কচির উদ্ভাবন এই ধারণাকে টলাইয়া দিয়াছে৷ অবশ্য গুরম্নত্বপূর্ণ প্রশ্নটি হইল, কচির উদ্ভাবিত পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে বিদু্যত্‍ উত্‍পাদন সম্ভব কিনা৷ সত্যসত্যই যদি বিনা জ্বালানিতে অল্প খরচে বিদু্যত্‍ উত্‍পাদন করা সম্ভব হয় তাহা বিদু্যত্‍ সংকটে আকক্ত নিমজ্জিত বাংলাদেশের জন্যতো বটেই, সমগ্র বিশ্বের জন্যও বিশাল এক সুসংবাদ বলিয়া গণ্য হইবে৷

আমরা অভিনন্দন জানাই গিয়াসউদ্দিন কচিকে৷ তবে আমরা জানি, শুধু অভিনন্দন জানানো যথেষ্ট নহে, অব্যাহতভাবে অর্থবহ সহযোগিতা ও সমর্থন যোগাইতে হইবে এইসব উদ্ভাবনমূলক কর্মকাণ্ডে৷

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.