দ্রম্নততম কম্পিউটার দাম ১০ কোটি ডলার

এক সেকেন্ডে সাধারণ মানুষের পৰে ক’টা অঙ্ক কষা সম্ভব? বড়জোর একটা৷ আজকের যে কোনও সাধারণ কম্পিউটার এক সেকেন্ডে ১০ কোটি অঙ্ক কষতে পারে৷ কিন্তু নিউইয়র্কের একটি ‘সুপার কম্পিউটার’ এক সেকেন্ডে ১ হাজার লৰ কোটি অঙ্ক কষতে পেরেছে! এটি এখন বিশ্বের দ্রম্নততম কম্পিউটার৷ খবর কলকাতার

আনন্দ বাজার পত্রিকার৷ খবরে বলা হয়, ছ’বছর ধরে নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি ও আইবিএমের ইঞ্জিনিয়ারদের যৌথ উদ্যোগে এই সুপার কম্পিউটারটি তৈরি হয়েছে৷ নাম ‘রোড রানার’৷ এটি প্রধানত পরমাণু অস্ত্রসম্ভার নিয়েই গবেষণা করতে সাহায্য করবে৷ তবে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরম্ন করে বিজ্ঞান, বিভিন্ন ধরনের চিকিত্‍সা নিয়ে গবেষণা, জৈবজ্বালানি উত্‍পাদন, সব কিছুতেই এর সাহায্য পাওয়া যাবে৷

রোডরানার কিন্তু নেহাত্‍ ছোট নয়৷ এমনকি, একটা গোটা ঘরেও পুরোটা অাঁটবে না৷ প্রায় ৬০০ বর্গ মিটার ছড়ানো যন্ত্রপাতি, প্রায় ১০০ কিলোমিটার তার, আর ওজন সওয়া দুই লৰ কেজিরও বেশি! দাম? ১০ কোটি মার্কিন ডলার৷

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.